শুক্রবার ৮ আগস্ট ২০২৫ - ০৯:২১
ইরানের সর্বোচ্চ নেতা ড. লারিজানিকে জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ পরিষদে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ড. আলী লারিজানিকে জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ পরিষদে (SNSC) নিজের প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: ২০২৫ সালের ৬ আগস্ট জারি করা এক আদেশে সর্বোচ্চ নেতা জানান, ড. আহমাদিয়ানকে সরকারের নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়ার পর জাতীয় নিরাপত্তা পরিষদের নেতৃত্বে ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনীয়তা দেখা দেয়।

সর্বোচ্চ নেতার আদেশের পূর্ণ পাঠ:“

পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে,

ড. আহমাদিয়ানকে সরকারের নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়ার পর, সংবিধানের ১৭৬তম অনুচ্ছেদ অনুযায়ী আমি ড. আলী লারিজানিকে জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ পরিষদে আমার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিচ্ছি। দায়িত্ব পালনকালে ড. আহমাদিয়ানের আন্তরিকতা ও কার্যকর ভূমিকার জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংশ্লিষ্ট সকলের জন্য আমি সফলতা কামনা করছি।”

— সাইয়্যেদ আলী খামেনেয়ী

উল্লেখ্য যে, ড. আলী লারিজানি একজন অভিজ্ঞ রাজনীতিক ও প্রাক্তন পার্লামেন্ট স্পিকার। তিনি অতীতে জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ পরিষদের সেক্রেটারি এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা (IRIB)-এর প্রধানসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha